আলিপুরদুয়ার: লোকসভা নির্বাচন সামনে। নির্বাচনী প্রচার নিয়ে ব্যস্ত প্রার্থীরা। জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। কিন্তু কী ভাবছে নতুন প্রজন্ম? নতুন ভোটাররা কী চাইছেন? লোকসভা নির্বাচনে যিনি জয়ী হবেন তার কাছ থেকে কীআশা রাখছেন তারা? সবকিছুর উত্তর স্পষ্ট করে জানালেন নতুন ভোটাররা।
বিশেষ করে এলাকার নতুন ভোটাররা জানালেন তাদের নানা সমস্যার কথা। অভিজিৎ কর নামের এক নতুন ভোটার জানান, “জেলাতে সব ব্লকে কলেজ নেই। প্রতিটি ব্লকে কলেজ হওয়ার প্রয়োজন। তাহলে দূরে দূরে ছুটতে হয় না আমাদের। শিক্ষার দিক থেকে বেশি পিছিয়ে রয়েছি আমরা। আমি চাইব এই অবস্থার পরিবর্তন হোক।”
শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য নিয়েও জানালেন নতুন ভোটাররা। সায়ন সরকার নামের এক ভোটার জানান, “শিক্ষা তো রয়েছে, তার সঙ্গে স্বাস্থ্য বেহাল। ফালাকাটাতে শুধুমাত্র সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে। বাকি ব্লকে হাসপাতাল জরুরি। সুচিকিৎসা মেলে না।” আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থীদের কাছে অনেক আবেদন রাখছেন নতুন ভোটেররা। এবারে দেখার পালা কে জয়ী হয়। তাঁদের এই আশা পূরণ হয় কি না।
Annanya Dey
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
- First Published :