তথ্যপ্রযুক্তির যুগে ফ্রিল্যান্সিং এর নাম টা এখন কাজ করছে চমকপ্রদ হিসেবে । যে কেউ এখন এর সদস্য হতে পারছে খুব সহজেই । যেখানে একজন ব্যাক্তি তার কাজের যোগ্যতা প্রমাণ করার পাশাপাশি পাচ্ছে কাজের বিনিময়ে তার সম্মানী । এর পেছনে অবদান হিসেবে কাজ করছে অনেক বিশ্বস্ত আইটি ট্রেনিং সেন্টার । যারা কাজ শেখানোর পাশাপাশি মার্কেটপ্লেসে দক্ষ করে তোলার নতুন নতুন চ্যালেন্জ নিয়ে কাজ করছে তাদের দক্ষ ট্রেইনারদের মাধ্যমে । বর্তমানে বাংলাদেশে পরিচিত একটা ট্রেইনিং সেন্টারের নাম হলো ইশিখন.কম । যেখানে আমি আমার বড় ভাইয়ের মাধ্যমে কোর্স করে সফল হতে পেরেছি মার্কেটপ্লেসে । এখন থেকে নিজেদের অবসর সময় টা কে কাজে লাগানোর মাধ্যম টা হচ্ছে ফ্রিল্যান্সিং । তাই যত বেশি প্র্যাকটিস করে নিজেকে দক্ষ করতে পারবেন তত দ্রুত সফল হতে পারবেন ।