আলিপুরদুয়ার: বর্ষাকাল এখনও আসেনি। তার আগেই জেলায় ডেঙ্গির প্রকোপ। আক্রান্তে নিরিখে জেলার মধ্যে শীর্ষে অবস্থান করছে কালচিনি ব্লক। এখনই এই অবস্থা হওয়ায় রীতিমত শঙ্কিত জেলাবাসী।
আলিপুরদুয়ারের
বাকি ব্লক মিলিয়ে যখন মোট আক্রান্তের সংখ্যা ৮, সেখানে কালচিনি ব্লকেই এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২২ জন। বরাবরই জেলার মধ্যে ডেঙ্গি প্রবণ ব্লক বলে পরিচিত কালচিনি। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে কালচিনি ব্লকে ২২২৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। যার মধ্যে ২২২০ আক্রান্তের হদিস মিলেছিল ভারত-ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁ ও তার পার্শ্ববর্তী এলকাগুলোতে। ২০১৯-এর সেই ডেঙ্গি আতঙ্কই আবার ফের চোখ রাঙাতে শুরু করেছে। তবে ২০১৯-এর মত ফের যাতে ডেঙ্গি ছড়িয়ে না পড়ে তার জন্য ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে ব্লক ও স্বাস্থ্য দফতরের আধিকারিক এবং কর্মীরা।
আরও পড়ুন: ISF প্রার্থী একাই লিফলেট বিলি করছেন!
ডেঙ্গি রুখতে অভিযান চলছে কালচিনি গ্রাম পঞ্চায়েতে। এখানে এখনও পর্যন্ত আক্রান্ত ৭ জন। এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক শ্রীকান্ত মণ্ডল বলেন, ডেঙ্গি রুখতে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।তবে আক্রান্তরা অধিকাংশই এখন সুস্থ রয়েছেন।
অনন্যা দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।