ট্রাম্প কলেজ প্রেসিডেন্টদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের তাঁবু সরিয়ে নিতে আহ্বান জানিয়েছেন। উগ্রপন্থীদের দমন করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার কথা বলেছেন। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত শিক্ষার্থীদের তিনি ‘পাগলাটে’ ও ‘হামাসের প্রতি সহানুভূতিশীল’ হিসেবে অভিহিত করেছেন।
হোয়াইট হাউসের মুখপাত্র কেরিন জেন-পিয়েরে গতকাল বুধবার নিন্দা জানিয়ে বলেছেন, রাতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সংঘর্ষ ও আটকের ঘটনা ঘটেছে, সেখানে শিক্ষার্থীদের ছোট একটি অংশ জড়িত ছিল। সাংবাদিকদের জেন পিয়েরে আরও বলেন, ‘শিক্ষার্থীদের নিজেদের ক্যাম্পাসে নিরাপদ থাকার অধিকার রয়েছে। তাঁদের শেখার অধিকার রয়েছে।’ তিনি এমনও বলেন, গাজায় চলা ‘যুদ্ধ’ বেদনাদায়ক। বাইডেন শান্তিপূর্ণ বিক্ষোভ সমর্থন করেন। তবে পিয়েরে এসব কথা বলে বাইডেনের চুপ থাকার বিষয়টি সহজ করতে চাইলেও তেমনটা ঘটেনি।
ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অ্যালেক্স কিনা বলেছেন, এই বিক্ষোভ বাইডেনকে কোণঠাসা করে ফেলেছে। কারণ, ২০২০ সাল থেকে তিনি ভোটারদের জোটের জন্য তরুণ, মুসলিম ও আরব আমেরিকানদের ওপর বেশি নির্ভর করেছেন।