শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস-২০২৪ পালিত হয়েছে।
জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে শ্রমিক সংগঠনগুলোর সমন্বয়ে বুধবার (১ মে) সকাল ১০টায় পৌর শহরের লোকনাথ ট্যাংকের পাড় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এসে শেষ হয়। পরে পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলাউদ্দিন আলাল এর সভাপতিত্বে মে দিবসের আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ অ্যাড. লোকমান হোসেন সভাপতি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ঠিকাদার মো. আবু জাহিদ মিয়া, মো. স্বপন মিয়া, কাদিরোজ্জামান সরকার সাধারণ সম্পাদক জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন।
এ সময় বক্তারা বলেন, মে দিবস শ্রমিকদের অধিকারের দিবস। শ্রমিকদের অধিকারের বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। তাই আমরা শ্রমিকদের অধিকারের দিকটি সব সময়ই মনে রাখবো। অসহায় শ্রমিকদের অধিকারে আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে।
বিবার্তা/আকঞ্জি/মাসুম