কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদে মাছ ধরতে যাওয়া ১০ বাংলাদেশি জেলেকে অপহরণ করে মিয়ানমারের নিয়ে যাওয়া হয়েছে। অপহৃতরা হলেন- সাইফুল ইসলাম, আব্দুর রহমান, আয়ুবুল ইসলাম, মো. সোহান, জানি আল, আব্দুর রহিম, মো. আনোয়ার, ওসমান গনি, আবুল হাসিম, মো. ওসমান।
বৃহস্পতিবার বিকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, বুধবার বিকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর রহমতের বিল সীমান্তে নাফ নদীতে মাছ শিকারে যান জেলেরা। এ সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনাটি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। আশা করি তারা (জেলেরা) দ্রুত ছাড়া পাবেন।
অপহরণের বিষয়টি স্বীকার করে উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘জেলেরা নাফ নদে বাংলাদেশ অংশে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন। আরাকান আর্মির সদস্যরাই আমাদের জেলেদের নিয়ে গেছে। কারণ রহমতের বিল সীমান্তের ওপারে মিয়ানমারের ওই এলাকাটি আরাকান আর্মির দখলেই আছে।’
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন সাংবাদিকদের বলেন, ‘যেহেতু সীমান্ত এলাকা থেকেই অপহরণের শিকার হয়েছেন তারা, তাই বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। অপহৃতদের উদ্ধারে ইতোমধ্যে বিষয়টি উচ্চ পর্যায়েও জানানো হয়েছে।’
অর্থসূচক/এএইচআর