ফেনীর সোনাগাজীতে এক আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য।
৩ মে, শুক্রবার রাতে উপজেলার মধ্যম চরচান্দিয়া গ্রামের কুয়েত প্রবাসী মো. ইয়াহিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতদের রাতেই সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
জানা গেছে, চারটি মামলায় পলাতক আসামি মো. ইয়াহিয়াকে ধরতে শুক্রবার রাতে অভিযান চালায় সোনাগাজী থানা পুলিশ। এসময় মো. ইয়াহিয়া ও তার তিন ছেলে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সোনাগাজী মডেল থানার এসআই মাহবুব আলম সরকার, এএসআই আবুল খায়ের ও কনস্টেবল মোহাম্মদ আলী আহত হয়েছেন। এসময় ইয়াহিয়া (৫৭) ও তার ছেলে মো. আবদুল আজিজ (২৪) কে গ্রেফতার করেছে।
তবে মো. ইয়াহিয়ার পরিবারের দাবি, জামিনে থাকার পরও পুলিশ সদস্যরা জোরপূর্বক ঘরে ঢুকে ইয়াহিয়া ও তার তিন পুত্রকে বেধড়ক পিটুনি দিয়েছেন।
ইয়াহিয়ার স্ত্রী জানান, তিনি তিনটি মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। জামিনের আদেশের কপি থানায় জমা না দেয়ায় এ সমস্যা হয়েছে।
আহত সোনাগাজী থানার এসআই মাহবুব আলম সরকার জানান, তাকে গ্রেফতার করার লক্ষ্যে অভিযান চালাতে ঘরে ঢোকার চেষ্টা করে পুলিশ সদস্যরা। এসময় তারা পুলিশ সদস্যদের ওপর হামলা করে।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় পুলিশ সদস্যদের ওপর হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এর সাথে জড়িত আরো কয়েকজনকে গ্রেফতারে অভিযান চলছে।
বিবার্তা/মনির/জবা