আলিপুরদুয়ার: হাতি ও বাইসনের জোড়া হামলা ডুয়ার্সের জঙ্গল সংলগ্ন এলাকায়। সকালে বাইসনের পর রাতে বুনো হাতির হানা কালচিনিতে। আর তাতেই মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
আলিপুরদুয়ার
জেলার কালচিনি ব্লকের বাঙ্গাবাড়ি এলাকায় হাতির হামলায় মৃত্যু হয়েছে বাবুরাম ওঁরাও নামে এক ব্যক্তির। জানা গিয়েছে, দু’জন আটিয়াবাড়ি চা বাগান থেকে বাইকে করে ঘরে বাঙ্গাবাড়ি এলাকায় ফিরছিলেন। একটি বুনো হাতি সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে এসে আচমকা বাইক আরোহীদের উপর আক্রমণ করে। প্রত্যক্ষদর্শিতা জানিয়েছেন, জঙ্গলের রাস্তার ঘাপটি মেরেছিল বুনো হাতিটি। রাতের অন্ধকারে বাইক আরোহীরা কেউ তাকে প্রথমে দেখতে পাননি। হাতিটি বাইকের পিছনে বসে থাকা বাবুরাম ওরাঁও-কে শুঁড় দিয়ে টেনে নামিয়ে আনে। তাতেই মারাত্মক জখম হন তিনি।
আরও পড়ুন: নতুন ভোটারদের বুথমুখী করতে কমিশনের উদ্যোগ
হাতিটি চলে গেলে বাইক চালক বাবুরাম ওঁরাও-কে উদ্ধার করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা জানাজানি হতেই বনকর্মীরা হাসপাতালে আসেন। এদিকে আচমকা এমন বিপর্যয় ভেঙে পড়েছেন মৃতের আত্মীয়রা।
অনন্যা দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।