আপনি আজ একটি শেয়ার ক্রয় করলে তৃতীয় কর্ম দিবসে গিয়ে শেয়ারটি বিক্রয় করতে পারবেন। ধরুন, আপনি একটি শেয়ার বৃহস্পতি বার ক্রয় করলেন (A,B এবং N ক্যাটাগরি) সেটি আপনি সোম বারে গিয়ে বিক্রয় করতে পারবেন।
একটি শেয়ার বিক্রয়ের জন্য ম্যাচিউর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। তবে শেয়ার কখন ম্যাচিউর হয় তা নির্ভর করে শেয়ার ক্যাটাগরির উপর। বাংলাদেশের শেয়ার বাজারে A,B ও N ক্যাটাগরির শেয়ার সংখ্যা সবচাইতে বেশি। A,B ও N ক্যাটাগরির শেয়ার ক্রয়ের দিন সহ দুই কর্ম দিবস পর বিক্রয় উপযোগ্য হয়ে যায়। অর্থাৎ আপনি আজকে একটি শেয়ার ক্রয় করলে আগামীকাল আপেক্ষা করে তৃতীয় কর্ম দিবসে শেয়ার বিক্রয় করতে পারবেন। তবে Z ক্যাটেগরির শেয়ার ম্যচিউর হতে ১ দিন সময় বেশি লাগে। অর্থাৎ আপনি আজ একটি শেয়ার ক্রয় করলে মাঝে ২ কর্মদিবস আপেক্ষা করে ৪র্থ কর্মদিবসে শেয়ার বিক্রি করতে পারবেন।
এছাড়াও স্পষ্ট-ডে তে থাকা শেয়ার গুলো ক্রয়ের পরদিনই বিক্রি করা যায়। অর্থাৎ আপনি আজ একটি শেয়ার ক্রয় করলে আগামি কাল শেয়ার বিক্রি করতে পারবেন। A,B এবং N ক্যাটাগরি শেয়ারের ক্ষেত্রে রেকর্ড ডে- এর আগের দুই দিন স্পষ্ট-ডে থাকে এবং Z ক্যাটাগরির ক্ষেত্রে রেকর্ড ডে- এর আগের তিন দিন স্পষ্ট-ডে থাকে। আপনি প্রথম স্পষ্ট-ডে তে শেয়ার ক্রয় করে ২য় স্পষ্ট-ডে তে বিক্রি করতে পারবেন। তবে রেকর্ড ডে -তে শেয়ার লেনদেন বন্ধ থাকে।
তবে শেয়ার ম্যাচিউর হওয়া মানেই যে শেয়ার বিক্রি করতে হবে বিষয়টা এমন নয়। ম্যাচিউর শেয়ার আপনি কখন কত মূল্যে বিক্রয় করবেন এটি একান্তই আপনার সিদ্ধান্ত।