রুখবো দুর্নীতি,গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শেখ রাসেল অডিটোরিয়ামে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন।
জেলা প্রশাসক সাইদুল আরীফ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মহাপরিচালক আক্তার হোসেন,রংপুর দুদক পরিচালক তালেবুর রহমান,কুড়িগ্রাম দুদক উপপরিচালক সিরাজুল হক,পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আফতাব উদ্দিন প্রমুখ।
দুর্নীতি দমন কমিশনে আয়োজনে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এই গণশুনানিতে জেলার সর্বস্তরের পেশাজীবিসহ সরকারি সকল বিভাগের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।
বিজনেস বাংলাদেশ/DS