চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় শোভাযাত্রা ও আলোচনা সভা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ইয়ামিন আলীসহ অন্যরা।
‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ প্রতিপাদ্যে বিশ্ব দুগ্ধ দিবসটি জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় পালিত হয়।
পরে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
বিজনেস বাংলাদেশ/DS