জামালপুরের মেলান্দহে এক মন গাঁজাসহ বেলাল শেখ নামের এক ইউপি সদস্য কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাত প্রায় ১টার দিকে মেলান্দহ উপজেলার দূরমুট ইউনিয়নের সুলতান খালি মাইচ্ছাপাড়া গ্রামের মৃত করিম শেখের ছেলে ইউপি সদস্য মোঃ বেলাল শেখ (৪৫) কে এক মন (৪০ কেজি) গাঁজাসহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। বেলাল দূরমুট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার।
শুক্রবার (৩১ মে) সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মো: বেলাল শেখের বাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে দুইটি সাদা প্লাস্টিকের বস্তায় একটিতে ২৬ কেজি এবং অপরটিতে ১৪ কেজি মোট ৪০( চল্লিশ) কেজি গাজাঁ উদ্ধার করা হয়। তিনি বেশ কিছুদিন ধরে মাদক কারবার করে আসছিলেন।
এই ঘটনায় গ্রেফতারকৃত ইউপি সদস্যের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
বিজনেস বাংলাদেশ/DS