দিনাজপুরের বীরগঞ্জে নতুন শিক্ষা বর্ষে জাইকার অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষা বর্ষে বেঞ্চ বিতরণ করা হয়েছে।
রোববার ২ জুন বিকাল ৩টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে উপজেলার ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান ৩১৪ জোড়া ব্রঞ্চ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী।
এসময় উপস্থিত ছিলেন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, জাইকার প্রতিনিধি আবু খালিদ মোস্তাফিজ , বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী জিবরিল আহমাদ, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন