মিউচুয়াল ফান্ড কি?
সাধারণত, মিউচুয়াল ফান্ড কাঠামোতে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বিভিন্ন বিনিয়োগকারীদের কাছ থেকে ছোট ছোট সঞ্চয় সংগ্রহ করে একটি বড় ফান্ড গঠন করে।
এরপর প্রতিষ্ঠানটি ওই ফান্ড থেকে তাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে শেয়ার বাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ার, অর্থ বাজারের বিভিন্ন পণ্য বা সেবা, সরকারি ও করপোরেট বন্ডে বিনিয়োগ করে। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হচ্ছে ওই ফান্ডটি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে মুনাফা অর্জন করা।
মিউচুয়াল ফান্ড কিভাবে সারেন্ডার করতে হয়?
মিউচুয়াল ফান্ড সারেন্ডার করতে হলে যে কোম্পানির মিউচুয়াল ফান্ড আছে সেই কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে। তারা শেয়ার সারেন্ডারের জন্য একটা ট্রান্সফার ফরম দিবে। সেইটা পূরণ করে ব্রোকারেজ হাউজে হার্ড কপি জমা দিতে হবে।
ফরম জমা দেয়ার পর ব্রোকারেজ হাউজ যেদিন ট্রান্সফার করবে তার পরের দিন DP40 রিপোর্ট ক্লায়েন্ট কে ইমেইল করবে। এই DP40 রিপোর্ট কোম্পানিকে দিলে তখন সেই কোম্পানি টাকা দিয়ে দিবে।
সাধারণ বিনিয়োগকারীরা একটি নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডের অর্থ কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে, চাইলে তা সহজেই জানতে পারবেন। ওই মিউচুয়াল ফান্ডের ত্রৈমাসিক আর্থিক বিবরণীতে বিনিয়োগের সব তথ্য থাকে। বাংলাদেশে এই মুহূর্তে প্রায় ৩৫টি ক্লোজড-এন্ড বা মেয়াদি এবং ৮৩টি ওপেন-এন্ডেড ভাবে-মেয়াদি মিউচুয়াল ফান্ড আছে।