১. আপনি মিডওয়ে সিকিউরিটিজ লিঃ এর মাধ্যমে সহজেই ট্রেজারি বন্ড কিনতে পারবেন।
২. আপনার বিও অ্যাকাউন্টে শরিয়া ভিত্তিক ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্টার করা থাকলে ট্রেজারি বন্ড কিনতে পারবেন না।
৩. একজন ব্যক্তি বিভিন্ন মেয়াদের ট্রেজারি বন্ডের জন্য আবেদন করতে পারবেন।
৪. মিডওয়ে সিকিউরিটিজ লিঃ -এর ওয়েব সাইটে ট্রেজারি বন্ড অকশনের আপডেট ক্যালেন্ডার পাওয়া যাবে।
৫. ট্রেজারি বন্ডের অকশন সাপ্তাহিকভাবে প্রতি মঙ্গলবার হয়ে থাকে।
৬. আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিদের রবিবার বিকাল ৩ টার মধ্যে accounts@midwaybd.com অ্যাড্রেসে ইমেইল করতে হবে।
৭. ইমেইলে জানাতে হবে আপনি কত টাকা বিনিয়োগ করতে ইচ্ছুক (সর্বনিম্ন ১ লক্ষ টাকা এবং এর গুণিতক)।
৮. আপনার বিনিয়োগের পরিমান অনুযায়ী আনুপাতিক হারে বন্ড কেনা যাবে।
৯. আবেদন করার পরবর্তী দিনে আপনার টাকা আপনার বিও অ্যাকাউন্ট থেকে নির্ধারিত ব্যাংকে যাবে।
১০. মঙ্গলবার সকালে অকশন শুরু হওয়ার সাথে সাথে আপনার নামে বন্ডের জন্য আবেদন করা হবে।
১১. অকশনে “ওয়েটেড অ্যাভারেজ রেট” পদ্ধতিতে ট্রেজারি বন্ড আপনার নামে সফল ভাবে বরাদ্দ হলে আপনার বিও অ্যাকাউন্টে ১ সপ্তাহ পর ট্রান্সফার হবে।
ট্রেজারি বন্ড অকশনের আপডেট ক্যালেন্ডার লিংকঃ
– www.midwaybd.com/g-sec
ট্রজারি বন্ড বিষয়ে আরও জানতে ক্লিক করুনঃ
– www.midwaybd.com/blog/-g-sec
ট্রেজারি বন্ডের জন্য আবেদন করতে অনলাইনে বিও অ্যাকাউন্ট খুলুনঃ
– www.midwaybd.com/open-a-bo-account