রংপুর জেলার কোতোয়ালি সদর থানাধীন ৩ নং চন্দন পাট ইউনিয়নের অন্তর্গত শ্যামপুর সাহাপাড়া গ্রাম মোহাম্মদ ঘটু (৫০) পিতা মৃত হোসেন উদ্দিন এর টিনের তৈরি বসতবাড়ির দরজার সামনে হতে ১৩৮ বোতল ফেনসিডিল সহ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে
র্যাব ১৩।
আটককৃত মাদক কারবারি হলেন, ১। মোঃ শরিফুল ইসলাম (৩০) পিতা মোঃ খলিল মিয়া সাং দীঘলটারি দিঘীরচর থানা আদিতমারি জেলা লালমনিরহাট। ২। মোঃ আব্দুর রাজ্জাক (৪২) , পিতা মহম্মদ মমতাজ হোসেন সাং শ্যামপুর সাহাপারা থানা কোতোয়ালি সদর জেলা রংপুর , তাদের হাতেনাতে গ্রেপ্তার করে ।
র্যাব ১৩-এর উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের ব্যাটালিয়ন সদর একটি আভিযানিক দল রোববার রাত ৯;৩৫ মিনিটে রংপুর জেলায় অভিযান পরিচালনা করে। টিনের তৈরি বসত বাড়ির দরজার সামান হতে১৮৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে রংপুর জেলার কোতোয়ালি থানা সদর R A B বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।