সিলেটের গোয়াইনঘাট এলাকার একটি বাড়ি থেকে গলাকাটা অবস্থায় মা ও ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রাম থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া বাবাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলো হিফজুর রহমানের স্ত্রী আলেমা বেগম, ছেলে মিজানুর রহমান (১১) ও মেয়ে তানিশা রহমান (৫)।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হিফজুর রহমানের বসতঘর থেকে আহত অবস্থায় তাঁকে ও গলাকাটা অবস্থায় তাঁর স্ত্রী আলেমা, ছেলে মিজান ও মেয়ে তানিশার মরদেহ উদ্ধার করা হয়।
আহত হিফজুর রহমানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অফিসার ইনচার্জ, গোয়াইনঘাট থানা গণমাধ্যমকে জানান, মরদেহ সুরতহাল প্রতিবেদনের জন্য ওসমানী মেডিকেলে পাঠানো হচ্ছে।