২০২২ সালের নভেম্বর মাসের ২৫ ও ২৬ তারিখে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত সোনারগাঁ ফাউন্ডেশন প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ দুপুর ১২:০০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়। সোনারগাঁ উপজেলার সরকারি ও বেসরকারি প্রায় ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফল বিশ্লেষণে দেখা যায় মোট ৩৩ জন ট্যালেন্টপুল ও ২৫ জন সাধারণ বৃত্তি পেয়েছে।
ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ইসরাত জাহান (৩১০৬), তাসনিম রাইসা (৩১০৯), নাসরিন (৩১০১), নুসরাত জাহান হ্যাপি (৩১০৪), হাফসা আক্তার রুহামা (৩১১৩), রাদিয়া জান্নাত (৩১০৮), নুসাইবা ইসলাম আনোয়া (৩১০৩), মলয় বর্মন প্রত্যয় (৩১১৫), নিরব চন্দ্র দাস অরিক (৩১১৭), দিঘী রানী দাস (৩১০২), জান্নাতুল ফেরদৌস (৩১১৪), মো: আদনান সরকার (৩১১৯), হুমায়রা কবির মরিয়ম (৩১১০), বুসরা আক্তার (৩১১২), সাবিত হাসান (৩১২৫), মেহজাবিন (৩১৩১), রিমা আক্তার (৩৩৮২) ট্যালেন্টপুল এবং মাহিমা সুলতানা নুরফা (৩১০৫), ফারিহা নুসরাত নেহা (৩১১১), আবু সাইদ (৩১১৬), নাকিবুল আলম নাকিব (৩১২২) ও মারুফ হোসেন রায়হান (৩১৩০) সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
প্রমিজ চাইল্ড একাডেমি হতে সারা জাইন (৩৩৬১), সাবা হিয়া (৩৩৬০), তাসিন ইসলাম সামিম (৩৩৬২) ট্যালেন্টপুল এবং ইউসুফ মোহাম্মদ (৩৩৬৩) সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ হতে মিফতাহুল জান্নাত নুহা (৩২৪৭), তাবাসসুম জান্নাত চমন (৩২৪৯), আয়েশা সিদ্দিকা তাবাসসুম (৩২৫৮) ট্যালেন্টপুল এবং মো: আরাফাত আরহুম সামির (৩২৩৬) সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
৭৫ নং হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে গাজী মুনতাহা শাহরিন (৩২১৭), হুমায়রা তাসনিম অসফি (৩২১৮), সাফিয়া হোসেন ইমি (৩২১৬) ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
৩১ নং লাধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রান্ত রায় গোপাল (৩১৭১) ট্যালেন্টপুল এবং ২৭ নং লাধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে জেরিন আক্তার সুমাইয়া (৩৩৬৭) ও আসমানী আক্তার আরবী (৩৩৬৮) সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
কুশাব বাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে নুসরাত জাহান যুথি (৩১৫২) ট্যালেন্টপুল এবং জান্নাতুল ফেরদৌস (৩১৫৫), ও জেরিন তাসনিম করবী (৩১৫৬) সাধারণ গ্রেডে, বাড়ি মজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে সোহায়লা সাহিদ (৩২৭৫) ট্যালেন্টপুল এবং মাহমুদা বিনতে হাসান (৩২৯০) সাধারণ গ্রেডে, ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে রাইসা রহমান শিফা (৩২২৫) ট্যালেন্টপুল এবং মরিয়ম কবির (৩২২৬) সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
৬৮ নং চেঙ্গাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে মো: শাহ পরান (৩১৭৮), ৯৪ সোনারগাঁ জি.আর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে মো: আলিফ মোল্লা (৩৩২৬) ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
৬৬ নং হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে নুসরাত জাহান নাবিলা (৩৩৪৫), মিলি আক্তার (৩৩৪৮), ওয়ালী আব্দুল করিম আবির (৩৩৪২), ইসরাত জাহান হাফসা (৩৩৪৯) ও ফাতেমা জাহান (৩৩৪৬), আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে নুসরাত জাহান নুহা (৩১৩৬), ৭১ নং মঙ্গলেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে মো: শাহরিয়ার হোসেন সৌখিন (৩২০৭), ৫৮ নং দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে তানজিলা আক্তার (৩৩৬৯), গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে হুমায়রা তুন সারা (৩৪০০), ১৫ নং বুরুমদি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে সোহানা (৩১৬৬), ৬০ নং রাইজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে উম্মে আয়মান উসফি (৩১৪৭) এবং রূপায়ন মডেল স্কুল হতে মাহিম ইসলাম (৩৩১৫) ও সামিউল (৩৩১৪) সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
বৃত্তি আয়োজনকারী কর্তৃপক্ষ জানিয়েছে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হবে এবং সনদপত্র বিতরণ করা হবে। আয়োজক কমিটি আরও জানিয়েছে সোনারগাঁ ফাউন্ডেশন জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল শীঘ্রই প্রকাশিত হবে এবং ২০২৩ সালের প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু হবে।