Business
oi-Kousik Sinha
Hero
Splendor
Plus
Vs
Honda
Shine
100:
দেশের
বাজারে
100cc
এর
শক্তিশালী
ইঞ্জিনের
বাইকের
চাহিদা
বাড়ছে।
এই
সেগমেন্ট
বাইক
অনেক
বেশি
সাশ্রয়ী।
চাহিদা
বেশি
থাকায়
বহু
সংস্থা
100cc
এর
বাইক
বাজারে
নিয়ে
এসেছে।
যেমন
Hero
Splendor
Plus
এবং
Honda
Shine
100।
এই
দুটি
বাইকের
বিক্রি
ভারতের
বাজারে
চমকে
দেওয়ার
মতো।
দেশের
অটো
সেক্টরে
Splendor
Plus
অন্যতম
সেলিং
এবং
পুরানো
বাইক।
কিন্তু
জানেন
কী
Hero
Splendor
Plus
এবং
Honda
Shine
100
বেশি
বিক্রি
হয়?
এই
দুই
বাইকের
(Hero
Splendor
Plus
Vs
Honda
Shine
100)
ফিচার
এবং
স্পেশিফিকেশন
সংক্রান্ত
তথ্য
একনজরে-
-
Hero
Splendor
Plus
Vs
Honda
Shine
100:
ডিজাইন
সবার
আগে
দুই
বাইকে
ডিজাইনের
(Hero
Splendor
Plus
Vs
Honda
Shine
100)
বিষয়ে
আলোচনা
করা
হল!
Honda
Shine
100
বাইকটির
ডিজাইনে
একেবারে
আলাদা
করা
হয়েছে।
বড়
পরিবারের
কথা
মাথায়
রেখে
তা
তৈরি
করা
হয়েছে।
এবং
আকর্ষণীয়
গ্রাফিক্স
দেওয়া
হয়েছে।
যা
বাইকটির
লুককে
আরও
বাড়িয়ে
তুলেছে।
তবে
Hero
Splendor
Plus
লুক
এবং
ডিজাইন
একেবারেই
পুরানো।
Shine
100
বাইকটিতে
৯
লিটারের
ফুয়েল
ট্যাঙ্ক
দেওয়া
হয়েছে।
কিন্তু
Hero
Splendor
-এ
9.8
লিটারের
ফুয়েল
ট্যাঙ্ক
দেওয়া
হয়েছে।
সাইন
100
এর
ওজন
99
কিলোগ্রাম।
সেখানে
Splendor
Plus
এর
ওজন
112
কিলোগ্রাম।
-
Hero
Splendor
Plus
Vs
Honda
Shine
100:
ইঞ্জিন
পাওয়ার
Splendor
Plus
এ
97.2cc
এর
সিঙ্গল
সিলিন্ডার
ইঞ্জিন
(Hero
Splendor
Plus
Vs
Honda
Shine
100)
দেওয়া
হয়েছে।
যা
কিনা
7.9
bhp
এর
পাওয়ার
এবং
8.05
Nm
এর
টর্ক
জেনারেট
করতে
পারে।
যা
কিনা
4
স্পিড
গিয়ারবক্সের
সঙ্গে
যুক্ত
রয়েছে।
ব্যবহার
করা
হয়েছে
ফুয়েল
ইঞ্জিকেশন
প্রযুক্তি।
যা
মাইলেজ
বাড়াতে
সাহায্য
করে।
অন্যদিকে
Honda
Shine
100
-এ
98.98
cc
এর
4
স্ট্রোক,
SI
ইঞ্জিন
দেওয়া
হয়েছে।
যা
কিনা
5.43
kW
এর
পাওয়ার
এবং
8.05
Nm
এর
টর্ক
জেনারেট
করতে
সক্ষম।
এই
ইঞ্জিন
4
স্পিড
গিয়ারবক্সের
সঙ্গে
যুক্ত
রয়েছে।
Cheapest
Bikes:
Pulsar
এর
TVS
Raider
অতীত!
ঝড়ের
গতিতে
বিক্রি
হচ্ছে
এই
বাইক,
কেন
জানেন
-
Hero
Splendor
Plus
Vs
Honda
Shine
100:
দাম
এবং
শক্তিশালী
Honda
Shine
100
এর
এক্স-শোরুম
প্রাইস
64,900
টাকা।
যেখানে
Hero
Splendor
plus
এর
এক্স
শোরুম
প্রাইস
শুরু
হচ্ছে
75,441
টাকা
থেকে।
দামের
দিক
থেকে,
Honda
Splendor
Plus
এর
তুলনায়
Honda
Shine
10,541
টাকা
কম।
যদিও
কলকাতায়
এই
দুটি
বাইকের
দাম
কিছুটা
আলদা
হতে
পারে।
কর
সংক্রান্ত
বিভিন্ন
কারণে
দাম
কম
পড়ে।
আপনি
যদি
ভ্যালু
ফর
মানি
এই
ভেবে
বাইক
(Hero
Splendor
Plus
Vs
Honda
Shine
100)
কিনতে
চান
তাহলে
Honda
Shine
100
হল
সেরা
অপশন।
কিন্তু
ডিজাইন
এবং
পারফরম্যান্সের
ক্ষেত্রে
Splendor
Plus
অনেকটাই
এগিয়ে।
English summary
Hero Splendor Plus Vs Honda Shine 100, know all the details in Bengali
Story first published: Saturday, April 6, 2024, 20:00 [IST]