আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে স্কয়ার ফার্মা ১ হাজার ৯৮১ কোটি টাকার ব্যবসা বা আয় করেছে। তার বিপরীতে মুনাফা করেছে ৪৭২ কোটি টাকা। সেই হিসাবে আয়ের ২৪ শতাংশই মুনাফা করেছে কোম্পানিটি। গত বছরের প্রথম তিন মাসে কোম্পানিটি ১ হাজার ৮৩৩ কোটি টাকার ব্যবসা করেছিল। তার বিপরীতে মুনাফা করেছিল ৪২৫ কোটি টাকা। ওই বছর স্কয়ার ফার্মা তাদের আয়ের ২৩ শতাংশই মুনাফা করেছিল।
জানতে চাইলে স্কয়ার ফার্মার নির্বাহী পরিচালক (ফিন্যান্স অ্যান্ড স্ট্র্যাটেজি) মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘অর্থনীতির চলমান বাস্তবতার মধ্যেও মুনাফায় দুই অঙ্কের প্রবৃদ্ধিতে আমরা বেশ খুশি। তবে আমাদের বিক্রি বা আয়ে যে প্রবৃদ্ধি হয়েছে, মুনাফা সেই গতিতে প্রবৃদ্ধি হয়নি। এর বড় কারণ উৎপাদন খরচ বেড়ে যাওয়া। খরচ যতটা বেড়েছে ওষুধের দাম ততটা বাড়েনি। তাই আমরা পরিচালন মুনাফা বৃদ্ধির যে প্রত্যাশা করেছিলাম, সেটি হয়নি।’