অনন্যা দে, আলিপুরদুয়ার: ত্রয়োদশী তিথিকে দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করা হয়। শিবের প্রদোষ ব্রত পালন করে জীবনে ফিরিয়ে আনুন সুখ,শান্তি। ভোগে দিন দই, জানালেন জ্যোতিষবিদ বিনোদ তিওয়ারি। জ্যোতিষবিদ জানান, “প্রতি মাসে কৃষ্ণ ও শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত পালন করা হয়। এই দিনে ভগবান শিব ও মা পার্বতীর বিশেষ পুজো করা হয়।এবারের প্রদোষ ব্রততে শিবকে অর্পণ করা উচিত মধু,দই। জীবনে মাধুর্য বাড়ে।”
ধর্মীয় বিশ্বাস অনুসারে, যথাযথ আচার-অনুষ্ঠানের সঙ্গে
ভগবান শিবের পুজো
করলে শুভ ফল পাওয়া যায়। এছাড়াও এটি জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি ৫ মে বিকেল ৫ টা ৪১ মিনিটে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ ৬ মে দুপুর ২ টো ৪০ মিনিটে শেষ হবে। এমন পরিস্থিতিতে প্রদোষ ব্রত পালিত হবে ৫ মে।
আরও পড়ুন :
অবাক কাণ্ড! দুর্গাপুরে রামলালার সূর্য তিলক, বিজ্ঞানে বাজিমাত যুবকের
হিন্দু ধর্মে প্রদোষ ব্রতকে ভগবান শিবের উপাসনার জন্য গুরুত্বপূর্ণ মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস ও ভগবান শিবের উপাসনা করলে অন্বেষণকারী সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ পান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।