আলিপুরদুয়ার: বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। তাতেই গুরুতর জখম আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে। রথীন বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ২০২৩ সালে তিনি যোগ দেন এই পদে।
এ দিন তিনি আলিপুরদুয়ার থেকে সড়কপথে শিলিগুড়ি যাওয়ার সময় ফালাকাটা কলেজে গিয়েছিলেন। সেখানে ছিলেন আধ ঘণ্টার মতো। তারপর বেরিয়ে শিলিগুড়ি যাওয়ার পথে ফালাকাটা ব্লকের গোয়াব্বার নগর এলাকায় হটাৎই তাঁর গাড়ির সামনে চলে আসে বিশাল ট্রাক। মুখোমুখি সংঘর্ষে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
আরও পড়ুনঃ
মোবাইলে কভার পরিয়েছেন? ব্যবহারকারীর সামান্য এই কয়েক ভুলেই ফোনের সর্বনাশ! কী করবেন, কী করবেন না?
জানা গিয়েছে, গাড়ির সামনে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ও তাঁর নামের প্লেট দেখে এলাকার বাসিন্দারা খবর দেন ফালাকাটা থানায়। ফালাকাটা থানার পুলিশ গাড়ির দরজা ভেঙে তাঁকে এবং চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফালাকাটা হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে। ফালাকাটা থানা সূত্রে জানা গিয়েছে, উপাচার্যকে হত্যার চক্রান্ত করা হয়েছিল, নাকি এটি নিছক দুর্ঘটনা, সেই বিষয়ে তদন্ত চলবে।
Annanya Dey
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ।
- First Published :