Travel
oi-Bahni Sanyal Dutta
দেশের
উষ্ণতম
স্থান
এখন
বাংলা
কলাইকুণ্ডা।
দ্বিতীয়স্থানে
রয়েছে
পানাগড়।
কাজেই
বোঝা
যাচ্ছে
কী
কঠিন
পরিস্থিতির
মধ্য
দিয়ে
যাচ্ছে
গোটা
রাজ্য।
তার
থেকে
রেহাই
পাওয়া
তো
দূরের
কথা
উল্টে
আরও
গরম
বাড়ব
বলেই
পূর্বাভাস
দিয়েছে
আলিপুর
আবহাওয়া
দফতর।
অর্থাৎ
কলকাতা
শহরের
তাপমাত্রাও
৪১
ডিগ্রি
পার
করে
যাবে
বলে
আশঙ্কার
কথা
শুনিয়েছে
হাওয়া
অফিস।
এই
বছর
যেন
গরমে
ঝড়-বৃষ্টি
উধাও
হয়ে
গিয়েছে।
আগে
গরম
পড়লেও
মাঝে
মধ্যেই
বৃষ্টি
হল।
যেদিন
বেশি
গরম
পড়ত
সেদিন
বিকেলে
ঝড়বৃষ্টি
রেহাই
দিত
গরম
থেকে।
কিন্তু
এবার
যেন
সবটাই
ওলট
পালট
হয়ে
গিয়েছে।
মার্চ
মাস
থেকে
গরম
বাড়তে
শুরু
করেছিল।
১
মাস
পার
হয়ে
এখনও
কলকাতা
সহ
দক্ষিণবঙ্গের
কোথাও
কালবৈশাখীর
দেখা
নেই।
এবার
তো
উত্তরবঙ্গের
কয়েকটি
জেলাতেও
থাবা
বসিয়েছে
তাপপ্রবাহ।
অর্থাৎ
ধীরে
দীরে
গরম
বিস্তার
ধটাতে
শুরু
করেছে।
কিন্তু
এখনও
পাহাড়ে
তার
উত্তাপ
পৌঁছয়নি।
একটু
আরাম
পেতে
সহলেই
পাহাড়ে
ছুটছেন।
দার্জিলিংয়ে
এপ্রিল
মাসেই
রেকর্ড
ভিড়
হয়েছে।
শয়ে
শয়ে
পর্যটক
পৌঁছে
গিয়েছে
পাহাড়ে।
দার্জিলিংয়ে
হোটেল
পাওয়া
যাচ্ছে
না।
পাহাড়ে
ঠাঁই
নাই
ঠাঁই
নাই
দশা।
গরম
থেকে
বাঁচতে
পাহাড়ে
ছুটছেন
সকলে।
চলে
আসুন
এই
অফবিট
লোকেশনে।
যেখানে
দার্জিলিংয়ের
ভিড়
নেই।
জায়গাটির
নাম
তামসাং।
দার্জিলিংয়ের
কাছে।
ঘুম
পর্যন্ত
শেয়ার
গাড়িতে
এসে
সেখান
থেকে
গাড়ি
ভাড়া
করে
যেতে
হবে
তামসাংয়ে।
কাঞ্জনজঙ্ঘা,
নদী,
জঙ্গল
সবটাই
রয়েছে
এই
তামসাংয়ে।
কলকাতায়
যখন
গায়ে
ছ্যাঁকা
লাগছে
ঠিক
তখনই
এখানে
এলে
ঠান্ডা
হাওয়ার
জন্য
ঘরের
জানলা
বন্ধ
করতে
হবে।
Travel:
জানেন
কি
পাহাড়ে
এখন
ফাগুন,
ফুলে
ফুলে
ভরা
উপত্যকার
সৌন্দর্য
উপভোগ
করতে
চলে
আসুন
এখানে
চাবাগানে
ধীরে
ধীরে
কচি
পাতা
গজাতে
শুরু
করেছে।
চা-বাগানের
বাঁকে
বাঁকে
উঠে
যাবে
গাড়ি।
মিরিক
পেরিয়ে
যেতে
হবে
এই
তামসাংয়ে
পৌঁছতে।
পথে
মিরিক
লেক
ঘুরে
নিতে
পারেন।
মিরিকে
এই
সময়
বসে
গাছের
হাট।
রকমারি
সব
ফুল,
অর্কিডের
গাছ
তার
সঙ্গে
ক্যাকটাস
তো
রয়েইছে।
গোপালধারা
টিএস্টেট
হয়েও
যেতে
পারবেন
এখানে।
এখান
থেকে
একেবারে
পরিষ্কার
কাঞ্চনজঙ্ঘা
দেখা
যায়।
হোমস্টের
ছোট
ছোট
কটেজের
সামনেই
রয়েছে
ছোট
বারান্দা।
সেখানে
বসে
থাকলেই
সারাদিন
কাঞ্জনজঙ্ঘা
পরিষ্কার
দেখা
যায়।
তবে
তার
জন্য
অবশ্যই
আকাশ
পরিষ্কার
হতে
হবে।
ঘরে
বসেই
কাঞ্চনজঙ্ঘা
দেখা
যাবে।
সারাদিন
এখানে
বসেই
কাটিয়ে
দিতে
পারবেন।
কাছেই
রয়েছে
চা-বাগান
সেখানেও
ঘুরে
দেখতে
পারবেন।
English summary
Travel Tamsang offbeat place near Darjeeling which give you relif from extream Summer
Story first published: Sunday, April 28, 2024, 20:00 [IST]